ভাষার মুক্তি আনন্দে ভাসায়
চিন্তার মুক্তি কই
যা ভাবি তা বলিতে পারিনা
কেমনে যাতনা সই?


এক কথা বলিতে দশবার ভাবা
এ কেমন স্বাধীনতা
দশ কথা বলিতে শতবার ভাবার
সময় পাই যে কোথা?


ভাবিতে ভাবিতে ভাবনা গুলোই
মনেতে বাঁধায় জট
সরল ভাবনা এলোমেলো হয়ে
বেঁধে যায় ভজঘট!


হাত-পা বেঁধে বিশাল সাগরে
ছেড়ে দিলে সাঁতারুরে
ফ্রিস্টাইলে সাঁতরাতে বলিলে
সে কি সাঁতরাতে পারে?


কাল ভাবিলাম বঞ্চণার কথা
খুলে বলি মন খুলে
যে কথা গুলো ভাবে নাই কেহ
এক মিনিটও ভুলে!


আজকে শুনি আমার কথাটা
বলাটাই নাকি ভুল
আমার অধিকার চাওয়াটা নাকি
ষড়যন্ত্র বৃক্ষের মূল!


তারচেয়ে ভালো চুপ করে থাকা
ভাষার নাই প্রয়োজন
বোবার নাকি শত্রু থাকেনা
সবারই সে প্রিয়জন।


বোবার বেদনা কেউতো বুঝেনা
কত বেদনায় পুড়ে
মানব শত্রু না থাকিলেও তার
আত্নদহনেই মরে!


টেবিল জুড়ে থরে থরে সাজানো
উপাদেয় মিস্টির থালা
ডায়াবেটিক রোগীর রসনা কাঁদে
মনেতে ধরায় জ্বালা।


ময়না তোতা ভোকাবুলারি শিখে
সোনার খাঁচায় বসে
খাঁচার সোনার কিবা দাম আছে
স্বাধীনতা যার মিছে।


বনের পাখিদের কিচিরমিচিরে
মানে খুঁজে নাহি পাই
মুক্ত আকাশে পাখা মেলে উড়ে
মানেহীণ ভাষা চাই।।