বিবেক! তুমি কি ঘুমিয়েছ?
নাকি ঘুমের ঘোরে পটল তুলেছ?
নাম ধরে ধরে কতবার ডাকলাম।
আশেপাশে কতবার চিৎকার করলাম।
গগনবিদারী বজ্রাঘাতের মতো বোমাও মারলাম।
বিবেক! তবুও তুমি চুপ করে আছ?
তুমি কি আসলেই ঘুমিয়েছ, না মরে গেছ?


ঘুমের ঘোরে বিখ্যাত সেই নাক ডাকাটাও বন্ধ
আমার ঠিক তখন থেকেই সন্দ!
এতক্ষণ ধরে কেউ কি কখনো ঘুমায়?
যুগের পরে যুগ শতাব্দীর পর শতাব্দী চলে যায়!
আজো খুঁজে পাইনি তোমাকে জাগানোর উপায়।
সত্যি করে বলোতো তুমি কি ঘুমিয়ে আছ
নাকি পৃথিবী ছেড়ে অনন্তের পথে চলে গেছ?


যদি মরে গিয়ে থাকো নেই কোন কথা
মানবোনা শুধু যদি করো ঘুমের ভনিতা।
পৃথিবী আজ জ্বলন্ত চিতা মহাশ্মশান
প্রতিটি ঘর যেন একেকটি গোরস্থান
শান্তিতে মাথা গুঁজবার নেই এতটুকু স্থান!
জেগে তোমায় উঠতেই হবে যদি বেঁচে আছ
জানিনা তুমি বেঁচে আছ না সত্যিই মরে গেছ!