অভিযোগ নেই মানুষের প্রতি
কিছু অভিমান আছে শুধু
থাকুক হৃদয় বিষে ভরা কারো
মুখ ভরা থাক মধু।


এক গুণ নিয়ে নিশ্চিত করিতেছে
শতগুণ দিবে সে ফিরে
তার চেয়ে আপন কেইবা আছে
এই স্বার্থের সংসারে।


আজকে না হয় কষ্টই দিলো
কতোই বা তাতে লস
বিনিময়ে যেদিন শতগুণ দিবে
আমারি সেদিন যশ।


অপচয় করে কখনো বা যদি
নিঃশেষ হয়ে যাই
সেই ভয়ে দেখি তার দু'চোখে
ঘুম নাই ঘুম নাই।


আমার সম্পদ  তাই তো সে যে
নিয়ে রাখে কৌশলে
রোজ হাসরে ফিরিয়ে দিবে সে
শতগুণ ফেঁপে ফুলে।


তাইতো আজিকে টোকেন স্বরূপ
কষ্ট দেয় মোর হাতে
সোনার মুদ্রা কোটি গুন করে
সেদিন দিবে গো সাথে।


আমার যেটুকু প্রয়োজন নেই
সেটুকুই আমার বিষ
বিষটুকু সে চুষে কমাইতেছে
দিবানিশি অহর্নিশ!


এত মায়া তার এত ভালোবাসা
ভাবিয়া আকুল আমি
আজকে আমার বিষটুকু খেয়ে
অমৃত দিবে সে আনি!


তাই তো সে-ই বেশি উপকারী
ক্ষতি যে করে আমার
যত বেশি পারো তত ক্ষতি করো
কিছুই বলিবো না আর।