একবার ভাবো হে জগতবাসী
এত জরা কেন গ্রাসিছে ধরা
এত নিয়মের ব্যত্যয় কেন
অনাবৃষ্টি কেন, পুড়ায় খরা?
স্রষ্টাকে যদিও স্বীকার করো
তার উপর ফলাও বাহাদুরি
তার নিয়মকে ভাঙতে চালাও
শাবল গাঁইতি বাটাল হাতুরি!
নাস্তিকের চেয়ে অধম মানুষ
আস্তিকের রূপে মুনাফিক
বিধির বিধান পাল্টায়ে ফেলো
নিজের বিধান করো যে ঠিক!
স্বীকারও করো আল্লাহ আছেন
সব বিধানের তিনিই দাতা
তাঁহাকে ছাড়া  বিপদ তরাতে
নাইকো ধরায় কেহই ত্রাতা।
কাজের বেলায় উল্টো করো
নিজেদের করো বিশাল বড়
বিধির বিধান পাশ কেটে চলো
নিজের বিধান করে জড়ো।
ক্রুদ্ধ তাঁহার ক্ষমা পাবে কিসে
ভাবোনা কেহই একটি বার
সত্যের সাথে মিথ্যা মিশাইয়া
জিতে যেতে চাও বারংবার।
পরাক্রমশালী নমরূদ মরিলো
ক্ষুদ্র একটা মশার হাতে
বিশাল বাহিনী কি কাজে লাগে
পরিবে যখন তাঁহার হাতে?
বিশাল হস্তীর বাহিনী নিয়েও
আবরাহা মানিলো পরাজয়
ক্ষুদ্র পাখি আবাবিল এসে
বাহিনী তার করিলো লয়।
আযাব এসে ধরেছে আজিকে
সকলি মোদের পাপের ফল
ক্ষমা ছাড়া নাই কোন যে মুক্তি
সব চেষ্টা বৃথা, সব নিষ্ফল।
ক্ষমা চেয়ে নাও অহঙ্কারী মানব
ক্ষমা চাও নিজ রবের কাছে
এতে নাহি কোন লজ্জা শরম
এতেই তোমার মুক্তি আছে।।