🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


সময় আমার কাছে অনেক অনেক দামী
অকাজের পিছে সেই সময়েরে বিকোতে চাইনা আমি।


তিনি তো নিবেন সময়ের হিসাব কখন করেছি কী
সৎ কাজে কি ব্যয় করেছি, না সময়কে দিয়েছি ফাঁকি।


সময়ের সাথে কী কাজ করেছি হিসাবের চুলচেরা
আমার হিসাব বুঝিয়া নিবেন হিসাবেতে যিনি সেরা।


তখন যেন গো লজ্জায় আমার মস্তক না হয় নত
সে কথা ভেবে মহাপাপী মোর আঁখি ঝুরে অবিরত।


ক্ষমা করো বিধাতা আমার, বিচার দিনের স্বামী
যেন তোমার পথে থাকতে পারি চিরদিন দিবসযামী।


অতীত ছিল যত ভুলে ভরা তার থেকে পানাহ চাই
আগত দিনে ভুল থেকে বাঁচার সুযোগ যেন গো পাই।


যতটা জুলুম নিজেরে করেছি আজ করি অনুতাপ
আলেয়ার পিছে ঘুরেছি আমি আলোরে ভেবেছি পাপ।


ঘোরের মাঝে আটকে ছিলাম চোখে ছিল পড়া ঠুলি
বিষাদে ভরা আঁধার অতীত  কি করে আজিকে ভুলি?


কাউকে যেন আপন না করি কাউকে না করি পর
তোমার নিয়মে পর আপন করিবো সেটাই কল্যাণকর।


আমাকে দিও মানুষ চিনিবার জহুরীর মত আঁখি
যেন সত্য সাথে চলিতে পারি গো আর যতদিন বাকি।


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺