🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


চোখকে শুধাই আমায় বলো
সত্য কারে বলে
চক্ষু বলে আমি যা দেখি
চোখ মেলে ভূতলে।
যা ঘটেনি তা দেখা তো
আমার সাধ্য নয়
যা দেখিনা চক্ষু মেলিয়া
তা কি সত্য হয়?
চোখের বিশ্বাস নিজের প্রতি
বুঝলাম আমি ভেবে
তবু দেখার ভুল থেকে যায়
সত্য কি বলো তবে?


কানকে শুধাই আমায় বলো
সত্য কেমনে চিনি
কান জানালো আমি যা শুনি
তাকেই সত্য জানি!
মানুষের কথা যা বলুক তারা
আমার সত্য শোনা
শোনার বাইরে সত্য মিথ্যা
কিছু নাই মোর জানা।
কানের আস্থা অপরের প্রতি
অপরেতে বিশ্বাস
পরের কথা ভুল না সঠিক
নাই যাচাইয়ের অবকাশ।


মনকে শুধাই ওহে মোর মন
সত্য চিনাও ভাই
মন বলিল, আল্লাহ ছাড়া
সত্য কিছুই নাই।
সত্য মিথ্যা আপেক্ষিক কভূ
সত্যই মিথ্যা হয়
দেখা শোনা, জানা বুঝায়
হয় সত্যের পরিচয়।
সত্য সহজে যায় না ধরা
সত্য অচীন পাখি
সত্য পাইলে যতনে রাখিও
সোনার খাঁচায় রাখি।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸