হে বারাকাহ্! উম্মে আইমান!
ইতিহাস তোমায় পারেনি দিতে
                         যোগ্য সম্মান।
ক্ষমা করো মা, দিনে দিনে যত
সঞ্চিত হয়েছে আমাদের মহা ভুল
ভুলিয়া গিয়াছি তোমার ক্রোড়ে
ফুটেছে ধরায় ইসলাম ফুল।


আবিসিনিয়ার কালো মেয়ে তুমি
আলো করেছো বিশ্বভূমি
তোমার হস্তে আসিল ধরায়
নবী 'মুহাম্মদ', ধন্য তুমি।


মা আমেনা জন্ম দিলেও
তুমি নিলে প্রথম কোলে
জন্ম থেকে মৃত্যু তক
যাওনিকো তাঁরে ফেলে।


দুধ মা হালিমা যতন করে
পালিলেন ছয়টি সাল
ইতিহাসে তিনি পেয়েছেন তাই
মর্যাদা সুবিশাল।


ইদ্রিতে যেদিন আমিনা মাতা
নবীজিকে এতিম করে
তোমার হাতেই সঁপে গেল মা
সারা জীবনের তরে।


চোখের জলে তপ্ত মরুতে
আমিনাকে বিদায় দিয়ে
সারাটি জীবন কাটিয়ে দিলে
প্রিয় মুহাম্মদকে সাথে নিয়ে।


জান্নাতের সুখবর জগতেই পেলে
তবু কিসের রহস্য জানি
আশারায়ে মুবাশ্বিরায় নাম উঠেনি
চরম বিস্ময় মানি।


জগত তোমায় মনে না করিলেও
দুঃখ করোনা মা
স্বর্গে বসে মহিয়ষী তুমি
করিও মোদের ক্ষমা।।