মোমের আলো আঁকড়ে ধরে
জেগে থাকে রাত ভরে;
ভোর হলে ছুঁড়ে ফেলে সেই মোমের বিগলিত বর্জ্য।
ওরাই বলে-
চন্দ্রের নাকি চলন বাঁকা।


নিজের চোখ বিক্রি করে-নয়ন নদীতে মরুভূমি গড়ে
ঐচ্ছিক এই অন্ধত্ব বড় ভয়ঙ্কর!!
সংখ্যা বাড়ার আশঙ্কা-
অন্ধের সাথে অন্ধের সম্ভাব্য যুদ্ধ,
বিপরীত বিক্রিয়ার পূর্বাভাস, সতর্ক সংকেত!


চেয়ে চেয়ে দেখা নয়, নীরব থাকা নয় সরব হবার সময় এসেছে ।
চন্দ্রহৃদয় ছুঁয়েছ যারা,
আঁচল ভরে জ্যোৎস্না এনে ঢেলে দাও অন্ধভুবনে।