স্বর্গ থেকে স্বপ্ন নামে এই বন্দরে
নিয়মিত প্রত্যাশা নবায়ন করে-
ভেঙ্গে যাওয়া আত্মবিশ্বাসকে করে মেরামত!
অশ্রু ভেজা আখিঁতে তুলে দেয় আনন্দের শুভ্র লহরি।
ক্লান্ত কায়া শীতল হয় বিশুদ্ধ হাওয়ায়।
প্রবেশ পথে বিছানো আছে আলোর গালিচা,
পায়ের নিগড় খুলে ঘরের বাইরে আস।
আর থেকো না
ঐ অন্ধকার অবিচারের দেশে;
চলে এসো, এখানে সূর্য উঠেছে!!