ছোট-বেলা
অদৃশ্য আমি
======

জানি ফিরে আর পাবোনা হারানো সেই দিন গুলি-
পাবো না ফিরে আমার ছোট বে লা।
তাও ইচ্ছে জাগে মনে ফিরে পেতে আনন্দময় সেই ছোট বেলা ।
অতীতের স্মৃতি গুলো যবে উঁকি মারে মনের জানালায় ,
হারিয়ে যাই আমি সেই ছেটা বেলায় ।
খুব হাসি পায় যখন মনে পরে ক্ষুদ্র বয়সে,
জুতো পরতাম উল্টো চরণে -
জানি ফিরে আর পাবোনা হারানো সেই দিন গুলি ।
ছোট বেলায় সেই দিন গুলি কত রঙিন ছিলো -
বন্ধুরা মিলে পুতুল খেলতাম , জুলাপতি খেলতাম ।
ছোট ছোট বাচ্চাদের স্কুল কলেজে যাওয়ার পথে ,
দেখে মনে হয় আমিও আবার ভর্তি হই স্কুল/কলেজে ।
জানি ফিরে আর পাবোনা হারানো সেই দিন গুলি ।
তাও ইচ্ছে করে খুব ।