প্রেম বুঝে না, বুঝে না অনুরাগ;
চামড়ার ভাঁজে ভাঁজে খুঁজে চামড়ার দাগ।
স্পঞ্জের রসগোল্লা আছে তার বুকে;
হাতে ধরে মুখে নিলে চোখ বুজে সুখে।
ভালোবাসা খুঁজে না সেই নারী;
শরীরের উত্তাপই তার বেশি দরকারী।


সাজসজ্জার আড়ালে নিজেকেই ঢেকে রাখে;
আমি কোথায় খুঁজবো তাকে!
কোথায় খুঁজবো তার মন;
তার শুধু তাল তাল মাংসের আস্ফালন।
কেবলই বিদ্ধ হতে চায়;
মাংসের শলাকায়।


সেই এক নারী;
আহা, সেই এক নারী!


রচনাকাল: ঢাকা, ০৯ জুলাই ২০২১।