শীতে বা বসন্তে কখনো হবে না দেখা;
হবে না কথা সুখেদুখে।
আনন্দে কিংবা বিপর্যয়ে হবে না পাশে থাকা;
কোনোদিনও হবে না ভাববিনিময়।
এরই নাম প্রেম;
এই ভালোবাসা তুমি আমাকে দিয়ে যেতে চাও আজীবন!


এর চেয়ে কেনো দিলে না আমার মুখে তুলে হেমলক;
চোখের দৃষ্টিতে এতোটুকু মদিরা ঢেলে
কিংবা কামুক চুম্বনে রেখে?
শেষবার তোমার আলিঙ্গনে থেকে নিঃস্তব্ধ হয়ে যেতো আমার শরীর;
তোমার গায়ের গন্ধে মিশে যেতে যেতে শেষ হতো শেষ নিশ্বাস।


রচনাকাল: ঢাকা, ৯ অক্টোবর ২০১৯