চি‌ত্তের নৃত্য‌তে ছি‌লে তু‌মি নিত্যদিন মা‌থি!
বি‌ত্তের প্র‌লোভ‌নে মি‌থ্যের সা‌থে ক‌রেছ জ্ঞা‌তি।
কল‌রোল কোলাহল উঠিল আজি কাহারও প্রা‌ণে!
আপনা‌রে মজা‌লে তু‌মি কোন্ মানু‌ষের ধ্যায়ানে?


নিজ‌েরে ছাড়‌িয়া, তোমার‌ে রা‌খিয়াছ দিওয়ানা ক‌রে?
তবুও তোমারই ত‌রে অশ্রূপু‌ঞ্জে চোখ উঠিল ভ‌রে।
চোখ দু‌টি মে‌লিয়া নি‌শি‌দিন গে‌লে শুধু খে‌লিয়া তু‌মি;
কাহারও চো‌খের অশ্রূ‌তেপূর্ণ আজ ভারত ভূঁমি।
আর ক্ষুব্ধ হিয়ার কাতরতায় উথলা কর‌িছ‌ে কেউ এ ধরণীতল,
এমনই এক মানুষ দে‌খে‌ছি সেইদিন অবিকল।


ব‌লিলাম ম্লান হে‌সে! উত্তর সাগ‌রে আর নাই কেহ,
এমন নির্দয় আর শাদা পাথ‌রের মত একখানা দেহ।