গত নি‌শি‌তে প্রে‌মের ফাঁস‌িতে ঝ‌রে‌ছে তাঁর আঁখিজল!
আর ক্ষুব্ধ হিয়ার কাতরতায় উথলা কর‌ছে কেউ এ ধরণীতল!


ব‌লিলাম, তাহা‌দের রু‌ধিত‌ে পার‌ি নাই এ-মোর মহা-ক্রোধ!
বোধ‌ের নাগা‌লে র‌হিয়াছে আক্র‌োশ ক‌বে- হ‌বে শোধ?


তবু-- আমার‌ে তু‌মি ক‌রো না বঞ্চ‌িত তব ত‌রে!
তোমার প্রেম রব‌ে সঞ্চিত এ-জীবন ভ‌রে।


যে তু‌মি, হৃদ‌য়ের জ‌মিত‌ে চাষাবাদ ক‌রেছ বা‌রোমাস;
তোমা‌রে পে‌য়ে আমি শান্ত‌িতে ক‌রেছ‌ি বসবাস।


‌তোমার‌ে আমার হৃদ‌য়েত‌ে চিরদ‌িনি চাই গো:
তু‌মি ছাড়া ভবপা‌রে মোর আপন কেহ নাই গো।


বারংবার এসো তু‌মি, অ‌নিন্দ্য সুন্দরীর বে‌শে;
আমা‌দের কাক আর কো‌কি‌লের এই দে‌শে!


এ‌সো তু‌মি, গ্রীষ্ম‌ের হিম হাওয়া হ‌য়ে হৃদয় আকা‌শে;
এসো তু‌মি, বাউশাম‌ের মঙ্গ‌লেশ্বরী নদীট‌ির পা‌শে।


এ‌সো তু‌মি ‌চির‌চেনা গ্রাম্য আঁকাবাঁকা মেঠ‌োপ‌থে,
এ‌সো তু‌মি, অ‌শোক‌ের ধূসর সেই জগত‌ে।