পরিবেশ দূষণেই রোগ শোক ঘটে,
ছায়া পাওয়া যায় না'তো কোনো বৃক্ষ তটে।
মহামারী সাইক্লোন সব করে নাশ,
নানা রোগ-ব্যাধি করে মানুষেরে গ্রাস।


বৃক্ষকে নিধন নয় রোপন এ ভবে,
দূষণ বন্ধ করলে বাঁচে আজ সবে।  
পরিবেশ দূষণেই ক্লান্তি বয়ে আনে,
মানুষের বাসস্থান পাছে ধরে টানে!


চারিদিকে দেখি যেন শুধু হাহাকার,
পরিবেশ দূষণেই এইসব হার।
নিজে সাফ থেকে রক্ষা করো পরিবেশ,
তবেই বাঁচবে তুমি, বাঁচে যদি দেশ।


মিল কারখানা আজ করছে দূষণ,
যদি নাই বাঁচে প্রাণ কি হবে ভূষণ।
বাস, ট্রাক, রেল, লঞ্চ পরিবেশে ক্ষতি
যদিও চলাচলের করেছে উন্নতি।


সম্মিলিত প্রয়াসেই রক্ষা করো দেশ;
ক্লান্তিকর উন্মোচিত রবে পরিবেশ।
তবে যাবে রোগ-শোক আর মহামারী,
পরিবেশ রক্ষা হলে খুব তাড়াতাড়ি!