শেক্সপিয়রীয় রীতির সনেট
অষ্টক, মিল মিন্যাস, ABAB, CDCD
ষটক, বিন্যাস, EFEFGG


দেখিয়াছি বেনুবনে রঙ্গমল্লি গাঁথা,
বিপ্লবের বীণা বাজে বঙ্গের অঙ্গনে,
দরিয়ার দেশে কেবা ছিল নদীমাতা
সে অন্ধস্রোত সজন সলিলা দহনে।
কাকাতুয়া বলে উঠে মঞ্জুরী উষার,
কালের গ্রন্থীল পেশী শক্তির বাহারে
উত্তর সাগরে নোনা জলের তুষার
কোথায় ছুটিয়া যাও পাবে কি তাহারে!


দাঁদুরে কাঁদানো সন্ধ্যা নীলাম্বরে শশী,
কুহকের ইন্দ্রজাল তবু কাছে ডাকে,
সাড়া দিতে গিয়ে দেখি একাকী সে বসি
ব্যাকুল তিয়াশে কারে স্তব্ধ করে রাখে
কৌতুহলী বেশে তুমি করে অবহেলা,
মেকি আশা, কেন তবে শেষ হলে খেলা।