মানুষ স্বপ্ন দে‌খে! স্বপ্ন ভা‌ঙে। আবার দেখ‌ে, তারপরও ভা‌ঙে। স্বপ্নভ‌ঙ্গের কালরা‌তে হাজারও হাঙ্গ‌রের সা‌থে যুদ্ধ ক‌রে‌ অনবরত। এক‌দিন সব ক্ষান্ত হয়, স্বপ্ন দেখা শেষ হয়।


আজ ম‌নে হয়, মানুষ পৃ‌থিবী‌তে ততদিনই বাঁচ‌তে চায়। যত‌দিন তাঁর স্বপ্ন বেঁ‌চে থা‌কে। যখন তাঁর জীব‌নে আর কো‌নো স্বপ্নই থা‌কেনা। তখন মুহুর্তেই সে তাঁর মৃত্যু কামনা ক‌রে।