শরত‌ের শুভ্রতা ছুঁয়ে যায়
মোর তীব্র হৃদয়,
নীল আকা‌শে মে‌ঘের ভেলা
দেখে‌ছি সে সময়!


‌আমারে খুব ব্যাকুল ক‌রে
‌সে বাংলার আকাশ,
আমার শরী‌রে লে‌গে র‌বে
শ‌িশির ভেজা ঘাস।


যার প‌রে ব‌সিয়া ছিলাম
‌বহু যুগ ধ‌রে,
হিজল জা‌মের ব‌নে আজো
ঘুঘুরা কেঁ‌‌দে ম‌রে।


সন্ধা হ‌লেই তারই প‌রে
ক‌রে মধুর খেলা,
এমন‌িভা‌বে সকল কিছুর
‌কে‌টে যায় বেলা


নদীর ধা‌রেই ফুল ফো‌টে
‌দে‌খে হই আকুল,
এম‌নি এক নদী আছে
আলো‌কিত দুই কূল!