আমি আজ বড়ই নিঃস্ব
জলে ভেজা লাল রক্ত।
নিখিল সূর্য উদিত দগ্ব
জাগ্ৰত তব এই বিশ্ব।


আমি আজ বড়ই নিঃস্ব
পাখির কলকলে মনের উতলা।
সমুদ্রের হাওয়ায় মনের ব্যাকুলতা
অপরূপ রৌদ্রঝড়া প্রকৃতির এই দৃশ্য।


আমি আজ বড়ই নিঃস্ব
ফুলের ঘ্রাণে, ভ্রমরের প্রাণে-
সূর্যের আলোয় জ্বলজ্বলে
সবুজ শ্যামলা স্বর্ণ চাপালী শস্য!


আজ আমি বড়ই নিঃস্ব
বুক ভরা বেদনার সহিতে,
অশ্রুঝরা চোখ দুটিতে
উজ্জ্বলতার প্রাণ প্রিয় এক স্নিগ্ধ॥


                    আজ আমি বড়ই নিঃস্ব!!