যদি সাক্ষাৎ হতো আবার স্বপ্নের গভীরে
তব কথা হতো কিছু জানার আছে,
মেঘের আড়ালে লুকানো গল্পকথা
শুনতে চাইলে তবে কিছু বলার আছে;


আজ স্বপ্নগুলি মোর তোমার সমিপে
সজ্জিত প্রেমে তব নিবিড় সাজে
যদি বিশ্বাসের বাঁধনে রঙিন কোরতা!
তবে কাঠকয়লায় গড়িয়ে দিতাম এই জীবনটা।


প্রতিটি লোকজ ধারায় শুধু তোমার অনুরাগে
জীবন স্মৃতির ভাসমান মায়াবী নদীর বেশে;
যদি ভেসে যেতাম নন্দনকাননে
উদাসী মন ও তব মুখে আছে চেয়ে।


সৃষ্টির আনন্দে যদি মিলিয়ে যেতাম
মনের মাঝেই কোথাও হারিয়ে যেতাম
কালজয়ী ছবির রঙিন উজ্জ্বলতায়।
রাখতাম তোমায় মোর নয়নের সুধায়।


ভোরের স্নিগ্ধ আলোর ছোঁয়া
এ কেমন নিস্তব্দ জীবনের মোহ মায়া।
শুধু রয়ে যায় তব সেই বিষণ্ণ আমি
রয়ে যায় শুধু তোমারই শীতল ছায়া!


তুমি রহিবে চিরকাল মোর রঙিন স্বপ্নে
একসাথে যাবো তবে চাঁদের দেশে
যদি ভেঙ্গে যায় কোনকালে এই স্বপ্ন বহর!
তবে থেমে যাবে মোর জীবন সফর।