দেশের তরে ধরণীর বুকে
মহীয়ান সে বীরাঙ্গনে।
প্রাণ দিয়েছে রক্তের ঝড়ে
শহীদ বরণে হাসি মুখে;


তাদের স্থৃতিতে সপিনু ব্যথা,
সহিয়েছে যারা সীমাহীন কাতরতা
সাহসিকতায় যারা ছিল অগ্নিশিখা।
শ্রদ্ধা নিবেদনে হৃদ পদ্মা॥


জেগে উঠেছিল যারা গগন ফেড়ে-
ফেরীর সূর্যের শ্যামল ছায়ায়,
বাংলা মায়ের গর্বিত সন্তান রূপে
রৌদ্রে জ্বলেছে ত্যাগ স্বীকারে।


মিশেছে তাঁরা স্থৃতিহীন চরে
মায়ের কাছে বীর বেশে-
প্রিয় যোদ্ধা রূপে স্থান পেয়েছে
দূরদর্শিতায় অকুতোভয় বীর সে;


অনীল বাগিচায় উড়াল দিয়েছে,
বিজয়ের ধ্বনি সুরে জেগেছে;
প্রাণ স্বীকারে নির্ভীক বোধে
মিশে রয়েছে তাদের রক্তাক্ষরে॥


শ্রাবণের অনুকূল মেঘনার বুকে-
তাদের ত্যাগে রঙিন কোরতা
তারার মতো জ্বলজ্বলে এক রাঙা।
মহান পুরুষ তারা,
                   সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা
                   দিগন্ত জুড়ে অবিনাশী এক যোদ্ধা॥


ওহে বীর যোদ্ধারা,
নয়নের মৌণ ভরা, স্রোতের ধারা।
গেয়েছ স্বাধীনতার গান
ধরেছ বিনেসূতায় গাঁথা,
                         শত্রু মুক্ত করেছ দেশকে-
                         দিয়েছ স্বীকৃতি;
যুদ্ধ করেছ,
এনেছ বিজয় পতাকা
আপন অহংয়ে আছো অনন্ত উড্ডীন।
শোধ হইবে না,
                        নয় লাখো লাখো শহীদের ঋণ!!