ওগো ঘুঙূর পায়ে ও শ্যামল পিয়া
রয়েছ মোর কমল-কুমদী দেশে,
এক আকাশের হাজারো কল্পনা
সাজিয়েছ মন নিরন্তর বেশে;


সৃষ্টি সুখের দ্বীন আলপনায়,
প্রকৃতির প্রাণে কোকিলের ডাকে।
ভেসে নিয়েছ চার দেওয়ালে
সাড়া দিয়েছ স্রোতের স্মরণে!


আজ যে মন উতলা অধীর
ভালো লাগার রং সাজিয়ে,
প্রশান্ত সাগরের স্তব্ধ হাওয়ায়
চলি যেন সেই মনের খোঁজে;


আজ স্বপ্নগুলি যদি সত্য হতো
নীল আকাশের জোনাকির দড়িয়ায়।
ভালোবাসার দীপাঞ্জলীতে অন্তর নিহিত
প্রেম-বিরোহের স্থৃতিতে লুটায়।


শ্রাবণে-গগনে, মেঘরুপে ওঠ তব
রঙিনে-সংহারে পাপিয়া পিয়া রব
অনন্তকাল চির সঙ্গিনী নিরজনে,
ভুবনে গাথিয়েছি কুহুর কন্ঠস্বরে।


বিশ্ব এ ভুবনে অপলক আখিঁ-জলে
প্রেম-ঢলঢল বিরহের মুখপানে-
ভাবের প্রিয়তমা সুদূর গগনে
কুড়ায়ে মুখখানি শ্রান্ত স্বপনে॥


তোমার আখিঁ-নীরে যমুনার তীরে-
কূজনে জ্যোতির বান শূন্য আকাশে
প্রভাতে জাগরণে তব হৃদয়ের মাঝে,
মেঘের ধরাতলে আছিনু প্রেম-শ্রাবণে!!