নারী আর পুরুষ বলো
সৎ পথে যে যাই চলো,
একা একা মানায় না কারো (২)
দু'জনের মিলন বাড়ায় সভ্যতা আরো ।।
একা একা মানায় না কারো (২) - - ঐ


দ্বিধা আর দ্বন্ধে কারো
যদি করো ব্যবধান,
সেখানেও ক্ষুন্ন হবে
নিজেদেরই সম্মান।
নামী-দামী যে যাই হও,
মিলে-মিশেই কথা কও।
প্রেমে গলে কঠিন সে পাথরও।।
একা একা মানায় না কারো (২) - - ঐ


স্রষ্টার সৃষ্টিতেই
নারী পুরুষের দান,
উভয়ের পরম মিলন
তাঁরই সেরা অবদান।
প্রেম-প্রীতি ভালবাসা
যত পারো কর আশা।
মন যারে চায় সাথী করো ।।
একা একা মানায় না কারো (২) - - ঐ


এটা আমার লেখা সঙ্গীত থেকে আরও
একটি গীতি কাব্য আমাদের আসরের
সকল সুপ্রিয় কবি ভাই,বোন এবং
বন্ধুদের উদ্দেশ্য করে সৌজন্য মুলক
সৃষ্টি। ধন্যবাদ সকল কবি বন্ধুদের।।