উপস্থিত জনতা,
ভালোবাসি কথাটি কেনো বলিনি জানেন.?
কারন আমি হেরে যাবো।
এখন আর জীবন নিয়ে কেনো কনফিডেন্স নেই।


জীবনের কাছে বারংবার শুধু হেরেই গেলাম।
জীবনে হারতে হারতে আজ আমি খুব ক্লান্ত।


এই সমাজে কেউ প্রকৃত ভালোবাসে না,
সবাই শুধু দেহ চায়! দেহ।
নরম মাংস্পিন্ডের জন্য কত লোভ-লালসা।
এই কাম বাসনা আক্রোশে -
কত যে ভালোবাসা পরাজিত হলো তার অন্ত নেই।


এই দেহ পেয়ে গেলে -
আমি যেনো জঘন্য ময়লার ডাস্টবিন।
আর কিছু ই নই।


বিশ্বাস করেন উত্তপ্ত জনতা-
তাই আমি আর ভালোবাসি বলবো না।


ভালোবাসা কি এত সস্তা?
যে না চাইতেই পাওয়া যায়?
হাঁটে গাঁটে রাস্তায়।


না.. না..
ভালোবাসার জন্য কঠিন তপসা করতে হয়।
তবে কেনো ভালোবাসার এই হাল?
এই সমাজ কেনো ভালোবাসা কে-
ভোগের বস্তু বানায়?


আমি সিদ্ধান্ত নিয়েছি-
আমি আর ভালোবাসবো না।
কোনোদিন ও না...।