তোমার সাথে দেখা হলো বছর কুড়ি পর,
হাতে ছিলো না কোন ফুল, ছিলো না চিঠির ভাঁজ,
তবু চোখে যেন পুরোনো রোদের মতো চেনা আলো,
একা দাঁড়িয়ে ছিলাম, আর সময় বললো— "চলো।"
তুমি বললে, "কেমন আছো?"—
আমি হাসলাম, বললাম, "ভালো…"
কিন্তু বুকের ভেতর তখন
পুরোনো কফির কাপে ঝরে পড়া বিষণ্ণ বেলা।
তোমার চোখে ছিলো কত শত অব্যক্ত দিন,
আমি খুঁজছিলাম 'আমরা' শব্দটা কোথায় হারালাম?
স্মৃতির ধুলো মুছতে গিয়ে বুঝলাম—
ভালোবাসা শেষ হয় না, শুধু ঠিকানা পাল্টায় নাম।
হয়তো এখন তুমি কারো প্রিয় দুপুর,
আর আমি একা হাঁটি ভোরবেলা;
তবু বছর কুড়ি পরেও
তোমার চাহনি ঠিক আগের মতোই মেলা।
© মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
(৩ জুলাই ২০২৫)
লেখক নিবন্ধন নম্বর: 6383805489940
এই সাহিত্যকর্মটি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নিবন্ধিত।
লেখকের লিখিত অনুমতি ব্যতিরেকে এর যেকোনো অংশ ব্যবহার আইনত দণ্ডনীয়।
সৃজনশীলতাকে সম্মান করুন।
#কাব্য 🖋️✨