আজ তুমি চলে গেলে
একা করে আমায়।


জানতাম তুমি চলে যাবে
কেউ কি আর চিরজীবন থাকে.?
তবুও উজাড় করে বেসে ছিলাম ভালো।


আমার ভালোবাসায় কোনো কাঁদ ছিলো না
তবুও তুমি বলে গেলে আমি ভালোবাসতে জানি না।
তুমি চলে যাওয়ার পর থেকে
আমি উদাসীন হয়ে ঘুরে বেড়াই মেলায় মেলায়।


কখনও বা বসে থাকি মেম্বার বাড়ির আম গাছটার নিচে।
মনে পড়ে তোমায়
ঠিক তখনি দেখি একটি বুণো শালিক
খরকুটো নিয়ে যাচ্ছে নতুন করে ঘর বাঁধার জন্য।


দেখি কাওসার জাহান রয়েছে সাথী বিহীন।
তারা ভুলে থাকতে পারলে আমিও পারব
এই ভেবে ভুলে যাই তোমার স্মৃতি।