এই রাত!- বয়ে যায়
বয়ে যায় রাতের তারা;
ঘুমহীন চোখ‚ খুঁজে কার মুখ
দেখে শুধু তারার মেলা?


ভাবি তমসায়; বসে একাকী
হইতাম যদি দু'জন দুজনার!
একসাথে বসে‚ হাতে হাত রেখে
ঝলসানো দেখিতাম পূর্ণিমার;


পাশে থাকো যদি-
রজনী উধাও হয় লোচনে‚
বিশ্বাস নিয়ে বাঁচি অনায়সে-
তোমার চোখের খুশির বচনে।


আধার রাত কাঁদায় বারে বার-
বিহনে তোমার আদরের জান!
শান্তনা মানে না প্রাণ-
বিরহ যাতনায় নিস্পেষিত দেহ মন!


কত স্মৃতি কত মমতা -
দিয়ে হৃদয় নিয়েছ যাদু করিয়া।
নিঠুর কালো কাল চিরিয়া ছিরিয়া -
করেছে ছিন্ন নিঠুর কালিয়া!


শ্যামের বাঁশরী সুর আজো আশে বাঁজে-
বন্ধু তোমার মায়া যাচিয়া!