এই শীতে সবার জীবনে প্রেম আসুক,
প্রজাপতির মুখে আলো উঠুক।
কারো বেলা সুন্দর, কারো আশা মাতৃভূমির,
সবার হৃদয়ে ভরে উঠুক প্রেমের ক্ষুদ্রতা।


বিয়ে আসুক এই জীবনের শুভ সময়,
আনন্দে প্রজাপতির মুখ প্রদীপ্ত হয়।
বাহুতে বাহু মিলাকর সম্পর্ক গড়ুক,
জীবনের গতি বন্ধুত্বের আশ্বাস দেখুক।


আমার জীবনে টাকা আসুক, ভীষণ ধন্য হনুক,
কৃষি ও উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের প্রগতি করুক।
শীতের বেলার এই গোধূলির মাঝে,
সকলের জীবন সুখে পূর্ণ হোক সব ছোট ও বৃহৎ কার্যে।


আমরা শুভ কামনা করি এই শীতের সময়ে,
মনের প্রিয়জনদের আন্তরিক ভালোবাসা জানাই।
প্রেম, বিয়ে, টাকা - সব এসে আসুক মিলে,
ভরে উঠুক শীতের সমেত আনন্দ ও সুখে।


আশা ভরা চাঁদ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য