আজ সকাল থেকে বিষন্ন আকাশ
হয়তো মন ভালো নেই আমার মতো।


তার প্রমান দিচ্ছে বার-বার বৃষ্টি জড়িয়ে।
সে কি বৃষ্টি নাকি আকাশে কান্না?


আমার না হয় মন ভালো নেই
পরিবার পরিজন ছাড়া রয়েছি একা,
আমাকে ছেড়ে চলে গেছে প্রিয়ন্তী।


আজ আকাশের কি হলো?
আকাশ কে কি একা রেখে চলে গেছে কেউ?


আকাশের বিশালতা পরিধি তো অনেক,
থাকে রেখে চলে যাওয়া কি শোভা পায়?


সে চলে যাওয়ার ক্ষণে বলে গেলো
আমি ভালোবাসতে জানি না।


আকাশ কে কি তা বলেছে কেউ?
না বলে থাকলে এত অশ্রু জড়ছে যে।


অবকাশ নেই কি তার
চেষ্টা করেও পারে না-কি ভুলে থাকতে?
না-কি আমার মতো বারংবার মনে পড়ে যায়।


----
কবিতাটি ৩ মে ২০২২ ঈদুল ফিতরের দিন লিখা হয়ে ছিলো।।