সেদিন তোমার চোখে-
সুনিপুণ আকাশ দেখেছি।
দেখেছি -
মধ্যে দুপুরে ক্লান্ত হৃদয়।


জীবন নদীর তীরে ভেসে বেড়ানো-
জীবনের অপূর্ণতা।
চোখের কোনে জল,
করে ছলছল,
সমুদ্র কে না পাওয়ার আর্তনাদ।


দেখেছি -
রংধনুকে ছোঁয়ার তিব্র আক্ষেপ।
কন্ঠে অপূর্ণতা, কলমে বারংবার চাওয়া।
ভালোবাসা, ভালোবাসা।


আক্ষেপে ভালোবাসা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য