ভোরের অপেক্ষায় থাকি,
ঊষার আলোর মত
ফুটবো বলে,
সময় ঘনিয়ে এলেই-
ভেঙে দেয় কাল বৈশাখী ঝড় এসে।


কখনও তা বাঁচতে শেখায়,
কখনো বা হাটতে,
কথার আঘাতে কখনো ক্ষত বিক্ষত
পরিনত হয় তখন কোনো
এক কাল রাতে।


সবচেয়ে আপন জন
হয় বিষাদের,
শত্রুও কখন আসে
বিজয়ের হাসি নিয়ে।


খোলা জানালার ধারে যখন
আনমনে চেয়ে থাকি,
ভুলে যাই সব
কতটা পথ চলতে বাকি।


জোনাকি পোকা আমাকে বলে
হতাশ কেনো তুমি?
আলো নিয়ে নয়
বিলিয়ে দেবার মাঝেই সুখ পাই আমি।
কেটে যায় এভাবেই বেলা
ফুরিয়ে যায় সময়,
লোকালয় আর মন কাড়ে না
সুখ খুজে পাই আজ নীরবতায়।


এখনও অনেক পথ চলতে বাকি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য