আমাদের আর কথা হবে না
মৃতচিহ্নের মতো পড়ে রবে সব।
বিষন্ন বেদনায় মায়াবী চাঁদটাও
অসীম মেঘে হারিয়ে যাবে।
তৃষ্ণার্ত মন কথা না বলতে পেরে-
হবে ফের উন্মাদ।
তবুও আমাদের আর কথা হবে না।


আমাদের আর কথা হবে না-
আধ ফোটা কলি হবে না ফুল।
হাসনাহেনা তার সুভাষ হারাবে;
কাব্য হারাবে কবিতা।
তবুও আমাদের আর কথা হবে না।



আমাদের আর কথা হবে না - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য