পরীক্ষার তারিখ পিছায়;
পড়ালেখা থেমে যায়।
ধীরে ধীরে বেড়ে যায় বিয়ের বয়স!
প্রিয়তমা চলে যায়;
প্রেমিকের আর পতি হওয়া হয় না!


নিরাশা, দুঃখ, ভয়;
নিজের জীবনের মাঝে হারিয়ে যাই।
নিজের স্বপ্ন, আশা, ভালোবাসা;
নিজের হাতের মুঠোয় ফুরিয়ে যাই।


না, এরূপ নয়, এরূপ নয়;
নিজের জীবনের মানিয়ে নিই।
নিজের স্বাধীন, শ্রেয়, স্বাভিমান; নিজের অন্তরের আনন্দেরি।


আমার কিছু পাওয়া হয়নি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য