একদিন নিরব হয়ে যাবো-
হাজারো কলরব আর শুনবো না


একদিন নিরব হয়ে যাবো-
শুনবো না আহাজারি চিৎকার
শান্ত হয়ে শুয়ে থাকবো।


একদিন নিরব হয়ে যাবো -
মৃতচিহ্নের মতো পড়ে রবে সব।


একদিন নিরব হয়ে যাবো -
ভালো লাগবে না ওষ্ঠ তোমার হাসি
সুসখো ঠোঁট, বাঁকা নয়নের চাহুনি।


একদিন নিরব হয়ে যাবো-
সেদিন আর তোমাকে দেখার তিব্র ইচ্ছে হবে না।
ছন্নছাড়া হয়ে এদিক ওদিক ঘুরাঘুরি হবে না।