আমি পান করি, ভাঙ্গা স্বরে গান করি,
আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না কারণ আমি ভিলেন!


আকাশের চাঁদ হয়ে আমার বিচারে,
হৃদয়ে প্রেমের আলো জ্বলে রাখি।
যেমন বাতাসে ঘুমায় বীণা কুলি,
সপ্তসাগরের মাঝে ছড়িয়ে বিলাস।


কঠিন সময়েও চেয়ে সহজে বিহার,
সুখের দানব হয়ে উঠো নিত্যতা।
আমার পাপ হয় না যদি বিলাসের মায়া,
স্বচ্ছ হৃদয়ে সংগীতের মধুশালা।


আমি ভিলেন হয়ে ভুবনে ফেরারি,
মন উঠে পাখির মত আকাশে উড়ায়।
কেহও নির্বাণের দিকে তাকায় না,
আমার প্রেম গানে মন মিশায়।


তাই চাই না ধর্মের শৃংখলা,
আমি ভিলেন হয়ে বিলাসের ভাষা।
সুখের পথে চলে আমার কদর আছে,
আমি ভিলেন হয়ে উঠো আকাশের মায়া।


আমি ভিলেন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য