আমি কোনো কবি নই -
তবুও আমার কলমে উঠে আসে অন্যায়, অত্যাচারের প্রতিচ্ছবি।
প্রেম প্রীতি ও  ভালোবাসা।


আমি কোনো কবি নই -
আমি কবি নজরুলের প্রতিটা কবিতা।
গানের কলি ও কাব্যের শিরোনাম।
আমি জীবনান্দের প্রকৃতি প্রেম,ভোরের কাক,বনলতা সেন।


আমি কোনো কবি নই -
আমি রবি ঠাকুরের সঙ্গীতের সুর, অনন্ত প্রেম, সোনার তরী।
আমি রবি সংকরের সমস্ত আলাপ।


আমি কোনো কবি নই -
আমি সুফিয়া কামালের তাহারে পড়ে মনে, হেমন্ত, প্রার্থনা।
আমি আহসান হাবীবের একবার তোমাকে বলছি।


আমি কোনো কবি নই -
আমি আল মাহমুদের সোনালী কাবিন।
আমি সুকান্তের দুর্মুর,অভিবাদন।


আমি কোনো কবি নই -
আমি মহাদেব সাহার এক কোটি বছর  তোমাকে দেখি না,  তোমাকে ছেড়ে যাই নি।
আমি সুনীলের কেউ কথা রাখেনি, যদি নির্বাসন দাও, নীরা।
আমি হেমচন্দ্রের জীবন সঙ্গীত।