যদি হঠাৎ করে শুনো আমার মৃত্যুর খবর।
তুমি কেঁদো না, আমি কষ্ট পাবো।
যদি কখনো আমায় ডেকে সাড়া না পাও
মনে করো না আমি ভুলে গেছি।
আমার দেহখানা সাড়া না দিলেও
আমার আত্মা সাড়া দিবে মনে রেখো।
আমার জন্য তুমি কেঁদো না,
আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম।
সেই প্রেম পাইনি বলে, প্রেমহীন পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেলাম।
তুমি জানতে আমি কতটা উন্মাদ ছিলাম ভালোবাসার জন্য।
ভালোবাসাটা বোধ হয় আমার ভাগ্যে ছিলো না।
তাই শত চেষ্টা করেও পাইনি,
যা পেয়েছি শুধু অবহেলা, অবজ্ঞা,বাঞ্ছনা।
আমি কতবারই না ভিড় করেছি তোমার কাছে।
বিন্দু মাত্র ভালোবাসা পাবো এই আশায়।
আমি কি সত্যি ই পেয়েছিলাম ভালোবাসা?
না পাইনি, ভালোবাসা আর হয়ে উঠেনি প্রিয়তমা।