রং বেরঙের কইরো না মন;
এক রঙে সাজো বাহারী‚
যেথায় খুঁজিছো কলমি লতা-
বন্য ফুল ঐ পাহাড়ি।


বলে গেলে শুধু বার বার করি-
ভালোবাসি‚ ভালোবাসি..
ভালোবাসা নাকি গাঢ় নীল রঙে-
চিনিয়ে; ফোটালে হাঁসি।


বন্য ফুলের গন্ধ তিতে-
দাওনি বকুল বেলি?
পাহাড়ি ফুলের মিষ্টি হাসিতে‚
আমিও যে হাসতে পারি।


আমিও যে হাসতে পারি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।