সাদা সচ্ছ আকাশ
আহা কি ভিষণ রোদ
যেনো গা পুড়ে থম থম।


গাছের ছায়া নেই,
আকাশে বাতাস নেই।
প্রকৃতির বিরূপ আচরণ।
আজি সব ধ্বংসের মুখে।


এ সব এর জন্য আমরাই দায়ী।
আমরাই তো নষ্ট করেছি প্রকৃতি
বৃক্ষ নিধন, পাহাড় কাটা।


বর্জ্য ফেলে নষ্ট করেছি নদী।
এ সব এর জন্য আমরাই দায়ী।
আমরা দেখেও দেখিনি,
আবার আমরাই নদী বাঁচাও আন্দোলন করি।


এ কেবল লোক দেখানো,
সব ভণ্ডামি।
এ রূপ প্রকৃতির জন্য
আমরাই দায়ী।