অপরিচিতা যখন এসেছিলে তিব্র শীতে আমার সেই ছোট্ট ঘরে অল্প ক্ষণের জন্য। 
তোমার মুখটি ডেকে ছিলে সাদা কাপড় দিয়ে। 
আমি চেয়ে ছিলাম এক দৃষ্টিতে তোমার 
মায়াবী দুটি কাজল কালো চোখের দিকে।
দ্বিতীয় বার যখন দেখি তখনো তুমি ঠিক আগের মতোই ছিলে। 
তুমি কি জানো এখনো ভুলতে পারি নি তোমার সেই মায়াবী কালো চোখ। 
এখনও এদিক ওদিক খুজে বেড়ায় সেই চোখ।
জানি না আর দেখতে পাবো কি না। 


অপরিচিতা তুমি সামনে আসবে কি না 
বলবে কি না এই তো আমি তোমার সামনে। 
না-কি তুমি সেই অপরিচিতা ই রয়ে যাবে।