আরো একবার বৃষ্টি নামুক,
আমি কান্না লুকিয়ে হেঁসে উঠবো।
ছলছল করে উঠুক আবার দু-চোখ,
বৃষ্টিতে ধুয়েমুছে যাক সকল অভিযোগ।


আরো একবার বৃষ্টি নামুক,
আমি ব্যথা লুকিয়ে হেঁসে উঠবো।
আরো একবার সুযোগ আসুক,
বৃষ্টিতে হাত ধরে ভেজার বাসনা পূর্ণ হোক এই বাহানায়।


আরো একবার, মাত্র একটিবার সে ডেকে বলুক,
“চলো,বৃষ্টিতে ভিজবে আমার সাথে।"
আমি অভিমান ভুলে, দু-হাত বাড়িয়ে দিবো!


আরো একবার বিশ্বাস ফিরে আসুক,
বিরহের জ্বালা আর কতকাল বইবো?
আরো একবার,মাত্র একবার সে এসে দেখুক,
কত অভিমান,কত বিরহ,কত যন্ত্রণা জমে,
পুড়ে ছাড় খার এ বুক!


আরো একবার বৃষ্টি নামুক,
আমি সব ভুলে তার হাতটাই আগে ধরবো।
আরো একবার সে আসুক,
বুকে মাথা রেখে ভুলিয়ে দিয়ে যাক সকল অসুখ!


আরো একবার, মাত্র একটিবার সে হেঁসে বলুক,
“তোমাকে ছাড়া থাকা ভীষণ দায়”
সে না হাঁসলে,আমার ব্যথায় কার কি আসে যায়?
হাসি মুখটা দেখার তুচ্ছ বাহানায়,
সে আবার আসুক।
হঠাৎ করেই সে আসুক,মন না চাইলেও সে আসুক,
ছলছল চোখ নিয়ে তার হাসি মুখটা দেখার বড্ড তৃষ্ণায় আমি কাতর,সে এসে দেখুক।


আরো একবার বৃষ্টি নামুক,
আমি সব ভুলে তাকে নিমন্ত্রণ করবো।
সে আসুক, এসে দেখুক,
কতটা বিরহের জ্বালা সইয়ে আজ আমি কতটা নিঃস্ব, কতটা শূণ্যতায়।


আরো একবার বৃষ্টি নামুক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য