যে ভাষাতে আত্মপ্রকাশ,
মুক্তভাবে সরল প্রতিবাদ;
যে ভাষায় তার ইচ্ছার আভাস,
সাহসী কিংবা সে উন্মাদ।
কবির কবিতায় বিদ্রোহী ভাব,
সাহিত্যে ভালোবাসা।  


এই মুক্ত স্বাধীন ভাষা
এখন কেন্দ্রমুখী,
বৃত্তের অন্তরালে যার বাস;
পরিধি ছাড়িয়ে বাহির হলেই
নির্ঘাত সর্বনাশ।


তবে কি ৫২'র ইতিহাস যাবে বৃথা?
ভুলে যাব কি লাখো শহীদের
আত্মত্যাগের কথা?
অ আ ক খ মুক্ত শব্দ বটে
তব নব রচিত ব্যাকারণ
শুষিয়া লও ঠোঁটে।


ব্যাকরণে তুমি কাঁচা হলে
হয়েছো দেশদ্রোহী।
জেল-ফাঁস নয় কষাঘাত;
হবে কি বিদ্রোহী?


বাঙালি অন্যায় রুখতে অটুট,
শিরে বিদ্যমান মান ন্যায়ের মুকুট।
মিথ্যা নাহে সত্য ইহা,
করুন এ ইতিহাস ;
অন্তরে এখন ভীত,
গায়ে পূর্ব-কথার লেবাস।


ইতিহাস মোড়ায়ে রহিব কতকাল
করিয়া মিথ্যার আমন্ত্রণ?
ধিক্কার এমন বিদ্রোহের
যদি না হয় তা চিরন্তন।


ভাষার আত্মকথন- মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।