যাইবার মন নাহি চায় তবু যেতে হয়
এই বাজিতপুর ছেড়ে।


স্থান-কাল-পাত্রের বেদে
যেতে হবে অনেক দূরে।
এই বাজিতপুর ছেড়ে।।


বাজিতপুরের প্রকৃতিক রূপ
আমাকে রেখেছে মায়ায় বেঁধে।


ক্ষুদ্র এই জীবনে ক্ষুদ্রতম সময়
ভুলিবার নয় ওহে ভুলিবার নয়,


বাজিতপুরে রয়েছে কিছু প্রিয় মুখ
তাদের সাথে রয়েছে আত্মার যোগসাজশ।
ছিল না কখনো পূর্বপরিচয়
না ছিল রক্তের বন্ধন।
তবু আপন করে নিয়েছে এই অব্যক্ত কবি কে
বিশ্বাস করেছে মনে প্রানে।
ধন্য আমি ধন্য।।


বাজিতপুর মানেই প্রেমময় স্থান।
প্রথম লেখা কবিতা অপরিচিতা।


বাজিতপুর মানেই নান্দনিক সৌন্দর্যে  ভরা মাঠ ঘাট।
যদি কখনো কোনো রূপে
ফিরে আসি এই পৃথিবীর বুকে।


আমি ফিরব আমি ফিরব
বাজিতপুরে,
স্রষ্টার কোন সৃষ্টি হয়ে।