বাংলার মাটি, বাংলার মানুষ
ধানক্ষেতের সবুজ সারি, নীল আকাশের নিচে,
বাংলার মাটি, সোনার বাংলা, গান গেয়েছে কতদিনে।


পদ্মার জলে ভেসে ওঠে, কত রঙের ফুল,
কুয়াশার আঁচলে ঢাকা, ঝলমলে ভোরের সূর্যালোক।
ঝর্ণার জল, পাখির কলরব, মনের মুগ্ধ করে,
বাংলার মানুষ, মিষ্টি হাসি, মন ছুঁয়ে যায় সবার।


কত কবি, কত লেখক, গান গেয়েছে বাংলার,
কত বীর, কত শহীদ, রক্ষা করেছে এই দেশ।
এই মাটিতে জন্মেছি আমি, এই মাটিতেই বাঁচবো,
বাংলার গর্ব, বাংলার মানুষ, মাথায় করে নেবো।


বাংলার মাটি - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য