বিদায় যবে নিবো ধরনি হতে
দেখিতে পাবো কি সেদিন -
নব পাতার কচি ডগার সৌন্দর্য।
নাকি পাব না সেই মুহূর্তখানি-
যবে এসেছিলে নব পুষ্প সাজে।


তোমার রূপে মাতোয়ারা হয়ে ছিলো মন।


অনাগত মেঘ জমানো আবেগ
ভেঙে দিতে পারে সব,
তাই বলে কি স্মৃতির ধূসর পাতা -
মুছে দেওয়া সম্ভব.?


তুমি পৌষের শীতে -
রোদ মাখোঁ আপন মনে নিজ গায়।
চৈত্রের প্রবল খরায় -
ডেকে নিও মোরে।


আসিব সেদিন পরম আবেশে -
তোমাতে রাঙাতে।


আমার বিদায়ের কালে -
অশ্রুজল রেখো না চোখে।
সেদিন ও তুমি হেঁসে যেও
আজি হাস্যজ্জল দিনের মত।