চুপটি করে যায় সে থেকে,
মনের কোণে জড়োসড়ো;
রঙিন পাতার অট্টালিকা-
ফুলের বাগান আন্দোলিত।


চুপটি বসে মনের কোণে-
সুদূরে কোন নদীর বুকে..
আপন মনের কোন গহীনে‚
পদ্ম কলি উঠছে ফুটে।


মাঝে মাঝে আসে একটি
স্মৃতির ঝলক হারানো দিনের,
সেই রঙিন পাতার ছায়া জ্বলে
স্বপ্নের কাছে সীমাহীনে।


স্বপ্নে রঙিন পালক পাখায়‚
মৃদু মন্দ বাতাস এলে,
উদ্বেলিত ঢেউ গুলি সব-
ভালোবাসার ছন্দে দোলে।


মনে মনে ভরে উঠে একটি
স্বপ্নের বিশাল সৃষ্টি প্রাণের,
চুপটি করে যায় সে থেকে-
পুরনো স্মৃতির কাছে পৌঁছে।



বিষন্ন ভায়োলিন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য