আকাশ ভিষণ মেঘলা,
বইছে মৃদু বাতাস-
নদীর কোলে জোয়ার এসেছে,
আমার চোখের কোনো জল।


হঠাৎ করে বললাম,
আমাদের আগের মতো কথা হোক;
ভালোবাসতে হবে না,
তবুও কথা হোক।


তুমি বললে  আগের মতো নয়,
তবে আমাদের কথা হবে।


বৃষ্টি হচ্ছে,
ভিজেন বৃষ্টিতে -
বৃষ্টির মতো সুন্দর কি আছে আর?
না ভিজলে ও একটু স্পর্শ করুন।


বৃষ্টি দেখে ভাবছি -
ভিষণ রকম ভাবছি
কোনো এক বৃষ্টির দিনে আমাদের কথা হতো
অভিমান সব বৃষ্টিতে মিশে যেতো,
পলকবিহীন তাকানো হতো,


এখন বৃষ্টি দেখি ঠিকই
তোমায় দেখি না
তুমি কি আর আসবে না?
আমাদের সুবর্ণ সময় ফিরবে না কি আর?


বৃষ্টি আসলেও তুমি আসো না - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য