আজ দু-হাত ভরে বৃষ্টি ছুঁলাম‚
নীল পলকের তলায়;
মুঠোয় ভরে প্রেম ছড়ালাম‚
দুষ্টু মেঘের ভেলায়।


উড়ে যেমন ঐ বিকেল রোদে-
রঙিন ঘুড়ি প্রজাপতি‚
রামধনু রঙ নিংড়ে নিয়ে-
দু-চোখেতে স্বপ্ন আঁকি।


আজ ইচ্ছে ভীষণ ভিজবো-
যেমন ভেজে ক্লান্ত পাখি;
মেঘের বুকে মুখ ডুবিয়ে-
বৃষ্টি ভেজা আদর মাখি।


প্রজাপতির মত রঙিন তুমি
বৃষ্টির মত মিষ্টি
মেঘের মত চঞ্চল।।