কোন পথ ধরে
যাব তোমার কাছে
খুঁজছি দিবানিশি ধরে
সব চলাই হচ্ছে মিছে।
ক্লান্ত এখন দেহখানি মোর
তোমা পেতে আর কত দূর?


মরে গেলে;
আর কোনোদিন
দেখা হবে না‚
বকুল ঝরার শোক।


আর একবার;
দেখতে আসিও‚ প্রিয়
কখনও শেষ হয় না
ফিরে আসার পথ।


বহু পথ ঘুরে;
এক জোড়া ভবঘুরে নদী‚
যদি লুটায় তোমার চোখে‚
নাম দিও তাঁকে ভালোবাসার সুখ।


বকুল ঝরার শোক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য