শূন্যতা থেকে পূর্ণতার শুরু হয় খোঁজ‚
তবুও দিন শেষে শূন্যতাই থেকে যায় রোজ।
আলো শেষে নেমে আসে আঁধার কালো‚
কি অদ্ভুত তাই না?—
এই খারাপ‚ তো এই আছি ভালো।


এমনও বিষণ্ণ দিন শেষে
যদি খানিক আঁধার এসে‚
ভীষণ আপন হয়ে বসে
তোমার আঙুলগুলোর ফাঁকে?
_তখন আমার আঙুল ছাড়া‚
তুমি খুঁজবে কোথায় কাকে?


বিষণ্ণ দিন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য